ঢাকামঙ্গলবার , ২৭ জুলাই ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

নরসুন্দা নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে প্রতীকি অনশন

প্রতিবেদক
-
জুলাই ২৭, ২০২১ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের নরসুন্দা নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদসহ বিভিন্ন দাবিতে প্রতীকি অনশন কর্মসূচি পালন করেছে নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ। মঙ্গলবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচি পলিত হয়।

কর্মসূচি থেকে বক্তারা সিএস রেকর্ড অনুযায়ী নরসুন্দা নদীর সীমানা চিহ্নিত করার দাবি জানান। নদী খননের সময় অবৈধভাবে উচ্ছেদ হওয়া লোকজনকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং খননের পর নদীর তীরে অবস্থিত প্রকল্প পরিচালকের কার্যালয়সহ বিভিন্ন অংশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদেরও দাবি জানান তারা। এছাড়া নদী খননকাজে সংঘটিত দুর্নীতির শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবির, প্রগতিশীল নেতা অনল চক্রবর্তী কানু, জুনায়েদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, এ সকল দাবিতে নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ এর আগে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

আপনার মন্তব্য করুন