নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় জব্দ করা হয় একটি মাইক্রোবাস ও একটি পিকআপ।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সোয়া ৬টার দিকে ভৈরবের দুর্জয় মোড়ে অভিযান চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল। অভিযানে একটি মাইক্রোবাস তল্লাশি করে ৩৬ কেজি গাঁজা ও নগদ ৪৫০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় গ্রেফতার করা হয় মনির হোসেন ভূঁইয়া (৪৮) নামে এক ব্যক্তিকে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দেবগ্রামের সামসুদ্দিন ভূঁইয়ার ছেলে।
অপরদিকে সকাল সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের পাশে উজানভাটি হোটেলের সামনে ঢাকাগামী লেনের ওপর অভিযান চালিয়ে একটি পিকআপ তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার এবং গ্রেফতার করা হয় মামুন হোসেন (৩৫) নামে একজনকে। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সাইনাল গ্রামের মো. হোসেনের ছেলে।
র্যাবের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী গ্রেফতার দুজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে ভৈরব ও আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।