নিজস্ব প্রতিবেদক: ফেসবুকের জনপ্রিয় গ্রুপ ‘প্রাণের পত্রিশ’ পরিবারের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতারসামগ্রি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় প্রাণের বত্রিশ পরিবারের সদস্যরা কিশোরগঞ্জ শহরের বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে ভাসমান মানুষের হাতে ইফতারসামগ্রি তুলে দেন।
প্রাণের বত্রিশ গ্রুপের এডমিন মুক্তা লোহ ও জাহিদুল ইসলামের নেতৃত্বে গ্রুপের সদস্যরা নিজেদের সংগৃহিত অর্থে ইফতারসামগ্রি বিতরণের উদ্যোগ নেন।
শহরের বিভিন্ন সড়কে ভাসমান মানুষের হাতে ২০০ প্যাকেট ইফতারসামগ্রি তুলে দেন তারা।
এ সময় গ্রুপের সদস্য নটরাজ রায়, অধ্যক্ষ মাহফুজা পলক, আশরাফী বুটিকস এর কর্ণধার নাদিরা বেগম, রুমা সাহা, গ্রুপের মডারেটর মাহমুদা বেগম শেলী, তনয় দত্ত রায়, মৌমিতা পোদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।
ইফতারসামগ্রির পাশাপাশি বেশ কিছু পরিবারকে নগদ অর্থ সহায়তা এবং একটি দরিদ্র পরিবারের মেয়ের বিয়ের জন্য একটি শাড়ি উপহার দেওয়া হয় গ্রুপের পক্ষ থেকে।