পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব গ্রহণ করেছে। মঙ্গলবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করে।
প্রেসক্লাবের আগের কমিটির সভাপতি প্রবীণ সাংবাদিক এম.এ রশীদ ভূঁইয়া নবগঠিত কমিটির সভাপতি আছাদুজ্জামান খন্দকার ও সাধারণ সম্পাদক আ.ন.ম. তানভীর হায়দার ভূঁইয়ার হাতে দায়িত্বভার হস্তান্তর করেন। এ সময় প্রেসক্লাবের পুরাতন কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির সভাপতি আছাদুজ্জামান খন্দকার বলেন, তিন বছর (২০১৮–২১) মেয়াদের কমিটির মেয়াদ মঙ্গলবার শেষ হওয়ায় নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নবগঠিত কমিটি সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে প্রেসক্লাবের উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এক্ষেত্রে ক্লাব ও সংগঠনকে এগিয়ে নিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এর আগে ১৭ জুলাই পাকুন্দিয়া প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মত সিদ্ধান্তে আগামী তিন বছরের জন্য ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।