নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তার নির্বাচনী এলাকা বাজিতপুর ও নিকলীতে দুস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন।
বুধবার দিনব্যাপী প্রতিটি ওয়ার্ডে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দেন।
এর আগে মঙ্গলবার আফজাল হোসেন এমপির ঈদ উপহার সাড়ে ১২ হাজার শাড়ি ও লুঙ্গি বাজিতপুর ও নিকলী উপজেলা আওয়ামী লীগের নেতাদের হাতে তুলে দেওয়া হয়। উপজেলা পর্যায়ের নেতারা এসব তুলে দেন পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের হাতে। পরে নেতাকর্মীরা দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে এসব পৌঁছে দেন। শুধু দলীয় নেতাকর্মীরই নন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সদস্যরাও এমপির দেওয়া ঈদ উপহার বিতরণ করেন।
এ প্রসঙ্গে আফজাল হোসেন এমপি বলেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিবছর ঈদে তিনি নিজস্ব তহবিল থেকে দরিদ্র ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। অনেককে নগদ অর্থও দেওয়া হয়। সকলেই যাতে ঈদ আনন্দ উপভোগ করতে পারেন, সেজন্য তার এই প্রয়াস।