হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে করোনা ভাইরাসের টিকা নিতে প্রতিদিনই উপচেপড়া ভিড় হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে । ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এমন চিত্রই দেখা গেছে। কার আগে কে টিকা নেবে এই প্রতিযোগিতায় নেমেছেন লোকজন। রেজিস্ট্রেশন করলেও ম্যাসেজ না পেয়েও হাসপাতালে ছুটছেন অনেকেই।
টিকাপ্রত্যাশীদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘ বিরতির পর নতুন করে সাইনোফার্মের টিকাদান কার্যক্রম শুরু হওয়ায় তাদের মধ্যে আগ্রহ বেড়েছে। সকাল থেকেই টিকা নিতে নারী–পুরুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রবাসীরা ভিড় করছেন।
হাতপাতাল সূত্রে জানা গেছে, এ পর্যন্ত টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন ১০ হাজার ৩৩৬ জন। এরমধ্যে প্রথম ডোজ সম্পন্ন করেছেন ৫ হাজার ৪৪১ জন এবং দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন ২ হাজার ৭৩৬ জন।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আদনান আখতার জানান, সম্প্রতিক সময়ে উপজেলার গ্রামাঞ্চলে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় অনেকেই টিকা নিতে আগ্রহী হচ্ছেন।