নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে পৃথক তিনটি অভিযানে ৪০০ পিস ইয়াবা ও চার কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এসআই (নি.) মো. মোবারক হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে হোসেনপুর উপজেলার জিনারী গ্রামে অভিযান চালায়। অভিযানে চার কেজি গাঁজাসহ রতন মিয়া (৪০) নামে একজনকে গ্রেফতার করে। তিনি জিনারী গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
অপরদিকে এসআই (নি.) মো. মোবারক হোসেনের নেতৃত্বে ডিবির দলটি গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব তারাপাশা এলাকায় অভিযান চালায়। এ সময় ২০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করে। তারা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়া গ্রামের মৃত রাশেদের ছেলে মহর উদ্দিন (৩৭), যশোদল নয়াপাড়া গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে কামাল (৪০) ও যশোদল বানিয়াকান্দি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আল আমিন (৩৬)।
এদিকে এসআই (নি.) মাহমুদুল হাসানের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকাল পৌনে পাঁচটার দিকে ভৈরবের শম্ভুপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ২০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী ওরফে লিটন মিয়া (৪০) নামে একজনকে গ্রেফতার করে। তিনি ভৈরব উপজেলার শম্ভুপুর (জুরুর মোড়) এলাকার মৃত মোস্তফা ওরফে গোলাম মোস্তফার ছেলে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

 
                                     
                 
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                