অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার মধ্য অষ্টগ্রাম দালানহাটি হিলফুল ফুযুল যুব সংঘের উদ্যোগে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
স্থানীয় রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। বিশেষ অতিথি ছিলেন অষ্টগ্রাম উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর সাধারণ সম্পাদক মাওলানা কাজী জসিম উদ্দিন সিদ্দিকী আশরাফী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্য অষ্টগ্রাম দালানহাটি হিলফুল ফুযুল যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফী।
এ সময় রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান, ডা. সাজ্জাদ হোসাইন সমুজ, ছাত্র নেতা তফসির আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের পক্ষ থেকে এলাকার দরিদ্রদেরকে শীতবস্ত্ হিসেবে কম্বল দেওয়া হয়।

 
                                     
                 
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                