নিজস্ব প্রতিবেদক: ভাষাসৈনিক মোশাররফ হোসেন আকুঞ্জির স্ত্রী হামিদা হোসেন আকুঞ্জি (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (১৭ ডিসেম্বর) ভোর ৪টার দিকে রাজশাহীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি স্বামী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
রবিবার জোহরের নামাজের পর রাজশাহী সাহেব বাজার বড় মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে টিকেপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, ভাষাসৈনিক মোশাররফ হোসেন আকুঞ্জির বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ইসলামপাড়া গ্রামে। তিনি রাজশাহীতে স্থায়ীভাবে বসবাস করছেন।
মোশাররফ হোসেন আকুঞ্জির স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ী এমরান আলী ভূঁইয়া। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 
                                     
                 
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                