নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে ৩০ কেজি গাঁজা ও একটি মাইক্রোবসাসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এসআই (নি:)/মোঃ আব্দুল জব্বারের নেতৃত্বে অভিযানটি চালায় ডিবির একটি দল।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির দলটি ভৈরপুর সৈয়দ নজরুর ইসলাম সেতুর ভৈরব প্রান্তে টোলপ্লাজার পশ্চিমে নাটালের মোড়ে অভিযান চালায়। এ সময় একটি মাইক্রোবাস তল্লাশি করে ৩০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করে। তারা হলেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পশ্চিমপাড়া (২ নং ওয়ার্ডের অমৃত মাস্টারের বাড়ির পাশে) এলাকার মৃত নেপাল সূত্রধরের ছেলে বিদ্যুৎ চন্দ্র সূত্রধর (৩৯) ও ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া (চান ভাণ্ডারের মাজারের পাশে) এলাকার দুলাল মিয়ার ছেলে মারুফ (২২)।
এ ব্যাপারে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 
                                     
                 
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                