নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কৃতি ফুটবলার জলিলুর রহমান ধলাই মিয়া (৭৩) আর নেই। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
তিনি কিশোরগঞ্জ শহরের চর শোলাকিয়া (সবুজবাগ) এলাকায় নিজ বাসায় বসবাস করতেন।
তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
শনিবার আসরের নামাজের পর কিশোরগঞ্জ শহীদী মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা ও গার্ড অব অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় চর শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে তাকে দাফন করা হয়।
		আপনার মন্তব্য করুন
		
                        
 
                                     
                 
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                