নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত পৌনে ১২টার দিকে পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের পাবদা গ্রামে অভিযান চালায় পুলিশ।
কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. দ্বীন ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পাবদা গ্রামের নূরুল ইসলাম ওরফে নূর আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ৯০০ গ্রাম গাঁজা ও নগদ ৭ হাজার ৪৫০ টাকাসহ দুজনকে গ্রেফতার করে। তারা হলেন পাবদা গ্রামের মৃত আ. মালেকের ছেলে নূরুল ইসলাম ওরফে নূর আলী (৫২) ও চরলক্ষ্মীয়া গ্রামের মো. মুর্শিদ মিয়ার ছেলে মো. শরিফ (৪০)।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
		আপনার মন্তব্য করুন
		
                        
 
                                     
                 
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                