ঢাকাSunday , 20 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে গৃহবধূ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

প্রতিবেদক
-
October 20, 2024 10:09 pm
Link Copied!

আদালত প্রতিবেদক: কিশোরগঞ্জের হোসেনপুরে গৃহবধূ সুফিয়া খাতুন হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

রবিবার বিকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় দেন। রায়ে মামলার ১২ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।  

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাসিম উদ্দিন হোসেনপুর উপজেলার হারেঞ্জা গ্রামের মৃত মামুদ আলীর ছেলে।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মোবারক হোসেন ও মোশারফ হোসেন একই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, হোসেনপুর উপজেলার হারেঞ্জা গ্রামের সুফিয়া খাতুনের স্বামী হেলাল উদ্দিনের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০১৪ সালের ২৯ আগস্ট বেলা ১১টার দিকে জমিতে কাজ করার সময় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে হেলাল উদ্দিনের ওপর হামলা চালায়। এ সময় স্বামী হেলাল উদ্দিনকে বাঁচতে এগিয়ে গেলে সুফিয়া খাতুনকে ছুরিকাঘাতে ও পিটিয়ে গুরুতর আহত করেন আসামিরা। পরে স্থানীয়রা সুফিয়া খাতুনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

পরদিন নিহতের স্বামী হেলাল উদ্দিন বাদী হয়ে ১৭ জনকে আসামি করে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ২০ আগস্ট তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সোলায়মান কবীর ১৫ আসামির নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য ও শুনানি শেষে রবিবার বিকালে এ রায় দেন বিচারক।  

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি এডভোকেট যজ্ঞেশ্বর রায় চৌধুরী এবং আসামিপক্ষে ছিলেন এডভোকেট এম এ রশিদ।

আপনার মন্তব্য করুন