নিজস্ব প্রতিবেদক: “নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় বৈষম্য দূরীকরণ; তরুণী ভাবনা” বিষয়ে কলেজ ও ইউনিভার্সিটির তরুণীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা মহিলা পরিষদের নেতৃবৃন্দ।
সাংগঠনিক পক্ষ-২০২৪ এর ৫ম দিনের কর্মসূচি অনুযায়ী শহীদ টিটু স্মৃতি পাঠাগারে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদ জেলা কমিটির সভাপতি এডভোকেট মায়া ভৌমিক। শিক্ষার্থীদের কাছে মহিলা পরিষদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আতিয়া হোসেন।
মতবিনিময় সভায় শিক্ষার্থীরা শ্লোগানের আলোকে চমৎকার অভিব্যক্তি প্রকাশ করেন। তাদের প্রকাশভঙ্গির প্রশংসা করেন উপস্থিত সকলেই।
সভায় নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন করা হয়।
সভায় ফ্যাসিলিটেটরের দায়িত্ব পালন করেন জেলা মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কামরুন্নাহার।
আপনার মন্তব্য করুন