ঢাকাFriday , 1 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে আগুনে ৮ দোকান পুড়ে ছাই

প্রতিবেদক
-
November 1, 2024 12:08 pm
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে আগুন লেগে ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে পৌর এলাকার চৌরাস্তা মিষ্টিপট্টিতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের ব্যবসায়ীরা যখন ঘুমে আচ্ছন্ন, তখন শেষ রাতের আগুনে সব নিঃশেষ হয়ে গেছে। আগুন লাগার পরই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একটি ফার্মেসী, দুটি হার্ডওয়্যার, দুটি হোটেল, একটি মুদি দোকান, একটি জুতা ও একটি পান দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডল, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ আল সোহান ঘটনাস্থল পরিদর্শন করেন করেছেন।

হোসেনপুর ফায়ার সার্ভিসের সাবস্টেশন অফিসার শামসুল হক জানান, খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানো শুরু করে। এতে ৪ টি ইউনিট কাজ করে কিছু মালামাল উদ্ধার করে ও আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে বিষয়টা তদন্তাধীন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডল জানান, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতা দেওয়া হবে।

আপনার মন্তব্য করুন