ঢাকাTuesday , 12 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে হিন্দুবাড়ি লুটপাটের মামলার প্রধান আসামি ইদ্রিস চেয়ারম্যান গ্রেফতার

প্রতিবেদক
-
November 12, 2024 8:10 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে একটি হিন্দু বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলার প্রধান আসামি বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস মিয়াকে (৪০) গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে র‌্যাব-২ আগারগাঁও এর সহায়তায় তাকে গ্রেফতার করে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ব্রাহ্মণকচুরি গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

র‍্যাব সূত্র জানায়, গত ৫ আগস্ট বিকাল তিনটার দিকে ইদ্রিস চেয়ারম্যানের নেতৃত্বে একদল সন্ত্রাসী কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণকচুরি গ্রামের প্রয়াত জয় কৃষ্ণ বর্মণের স্ত্রী গীতা রানী বর্মণের (৬৫) বাড়িতে আক্রমন করে। তারা বাড়িঘর ভাঙচুর করে প্রায় ২০ লাখ টাকার ক্ষতিসাধন করে। সন্ধ্যায় দ্বিতীয় দফা হামলা করে নগদ ১৫ লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। 

এ সময় ইদ্রিস মিয়া ও তার অনুসারীদের হুমকিতে ভিকটিমের পরিবারের সদস্যরা প্রাণ রক্ষার্থে বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় গীতা রানী বর্মণ বাদী হয়ে গত ২৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। 

র‍্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হবে।

এ মামলার অন্য আসামিদেরকে গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ঘটনার পর ভিকটিমের পরিবারের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের কাছে অভিযোগ করলে গত ১ অক্টোবর বিএনপি থেকে ইদ্রিস মিয়াকে বহিষ্কার করা হয়।

আপনার মন্তব্য করুন