ঢাকাTuesday , 12 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ট্র্রেনের সাত আসনের টিকিটসহ একজন গ্রেফতার

প্রতিবেদক
-
November 12, 2024 11:24 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে ট্রেনের সাতটি আসনের তিনটি টিকিটসহ একজনকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার কাউসার মিয়া (২৫) মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামের কোরবান আলীর ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ কিশোরগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে কাউসার মিয়াকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে আন্তনগর এগারসিন্দুর গোধূলি ট্রেনের সাতটি আসনের তিনটি টিকিট ও একটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, বিভিন্ন লোকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে অনলাইনে টিকিট (কিশোরগঞ্জ টু ঢাকা) সংগ্রহ করেন তিনি। পরে ফেসবুকের বিভিন্ন পেজে বিজ্ঞাপন দিয়ে প্রকৃত মূল্যের দ্বিগুণ দামে বিক্রি করে থাকেন।

এ ঘটনায় কিশোরগঞ্জ  রেলওয়ে থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য করুন