পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আইন–শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকারের সঞ্চালনায অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াত হোসেন, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম, চণ্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শামছু উদ্দিন, সুখিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ টিটু প্রমুখ।
বক্তাগণ রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যানজট নিরসন, কিশোর গ্যাং ও মাদক নির্মূলের ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন।
সভায় উপজেলা শিক্ষা অফিসার, সমাজসেবা অফিসারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন