নিজস্ব প্রতিবেদক: ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে কিশোরগঞ্জে শহিদ মিনারে হাজারো মানুষের ঢল নামে।
শুক্রবার একুশের প্রথম প্রহরে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা।
এছাড়া বিএনপি, কমিউনিস্ট পার্টি, বাসদ, উদীচী শিল্পী গোষ্ঠী, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, গুরুদয়াল সরকারি কলেজ, বিভিন্ন ছাত্র সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হচ্ছে নানা কর্মসূচি। শুক্রবার বিকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম আউটার স্টেডিয়ামে শুরু হবে সাতদিনব্যাপী বইমেলা।
আপনার মন্তব্য করুন