ঢাকাMonday , 28 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

প্রতিবেদক
-
April 28, 2025 2:28 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: “দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করি ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” এ প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে সোমবার কিশোরগঞ্জে উদযাপন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫।

এ উপলক্ষে সকালে কিশোরগঞ্জ জেলা জজকোর্ট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ মুহাম্মদ নূরুল আমীন বিপ্লবের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিচতলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং সেরা প্যানেল আইনজীবীদেরকে পুরস্কার প্রদান করা হয়। এ উপলক্ষে বিচারপ্রার্থী-আইনজীবী যৌথ সভা অনুষ্ঠিত হয় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের কনফারেন্স রুমে।

কর্মসূচিতে জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) নাসিমা তালুকদার মুনমুন, জেলা জজ আদালত ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক, গভর্নমেন্ট প্লিডার (জিপি) এডভোকেট জালাল মো. গাউস, পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মো. জালাল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি শহীদুল আলম শহিদ ও সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম রতন, সিনিয়র আইনজীবী, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

আপনার মন্তব্য করুন