নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের নিকলীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
নিকলী উপজেলা সাংবাদিক সমাজ এ কর্মসূচির আয়োজন করে।
রবিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নিকলী বালিকা বিদ্যালয় মোড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয় ।
মানববন্ধনে বক্তারা বলেন, শুধু সাংবাদিক তুহিনকে হত্যা নয়, গাজীপুরে আরেক সাংবাদিক আনোয়ার হোসেনকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। মানববন্ধনে সাগররুনি হত্যারও বিচার দাবি করা হয়।
তারা আরও বলেন, সারা দেশে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। যা দেশে এক ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে।
মানববন্ধন থেকে বক্তারা তুহিন হত্যার সঙ্গে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে সাংবাদিকদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানি বন্ধের আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে এভাবে হত্যা শুধু একটি পরিবার নয়, সমগ্র সাংবাদিকসমাজকে আহত করেছে। অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের গ্রেফতার ও দ্রুত বিচার করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের প্রতিনিধি আহসানুল হক জুয়েল, দৈনিক মানবজমিন প্রতিনিধি খাইরুল মোমেন স্বপন, দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি সাজেদুল হক নাঈম, বাংলাদেশের খবরের মো. হাবিব মিয়া, দৈনিক কালবেলা প্রতিনিধি আব্দুর রহমান রিপন, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আলী জামশেদ, দৈনিক আজকের দেশ প্রতিনিধি মোহাম্মদ নুরুল ইসলাম, দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি শামীম আল মামুন, দৈনিক জবাবদিহিতার প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক আমার দেশ প্রতিনিধি হিমেল আহমেদ, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি রেদওয়ানুল হক শাওন, দৈনিক নওরোজ প্রতিনিধি মোহাম্মদ খাইরুল ইসলাম, দৈনিক ঢাকার কথা প্রতিনিধি মো. মঞ্জিল হোসেন, দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি জয়দেব আচার্য, বাংলাবাজার পত্রিকা প্রতিনিধি মো. ইসমত আলী প্রমুখ।