নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির সম্মেলনে প্রথম অধিবেশন অসমাপ্ত রেখেই নেতারা মঞ্চ ত্যাগ করেছেন। ফলে নতুন কমিটির মুখ দেখতে পাননি নেতাকর্মীরা।
দীর্ঘ প্রায় ২৩ বছর পর মঙ্গলবার হোসেনপুর নতুন বাজার ঈদগাহ মাঠে উপজেলা বিএনপির সম্মেলনের আয়োজন করা হয়। সকাল ১০ টায় শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টার দিকে শুরু হয় সম্মেলন। হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিনের সভাপতিত্বে আয়োজিত সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়।
সম্মেলনে প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শরীফুল আলম বক্তব্য দেওয়ার সময় কাউন্সিলর ও কর্মী সমর্থকরা ভোটের মাধ্যমে কাউন্সিলের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে সম্মেলনস্থলের পুরোটাই স্লোগানে মুখরিত হয়ে উঠে। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে জেলা ও কেন্দ্রীয় নেতারা মঞ্চ ত্যাগ করে চলে যান।
পরে সম্মেলনের সভাপতি জহিরুল ইসলাম মবিন বলেন, নেতৃবৃন্দ চলে গেলেও আমি প্রথম অধিবেশন সমাপ্ত করিনি। প্রয়োজনে এ মঞ্চ একসপ্তাহ থাকবে। তবুও ভোটের মাধ্যমে কাউন্সিল চাই। জননেতা তারেক রহমানেরও নির্দেশ গণতান্ত্রিক পন্থায় কাউন্সিল করার। ভোটের মাধ্যমে কাউন্সিল ছাড়া অন্য কোনো উপায়ে কমিটি চাপিয়ে দিলে মানা হবেনা বলে জানান তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ।
সম্মেলনে জেলা বিএনপির সহ সভাপতি এডভোটেক জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হোসাইন, এডভোকেট জালাল উদ্দিন, ইসমাইল হোসেন মধু, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।