নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক ও লেখক মাজহার মান্না বাংলাদেশ বেতারে কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা হিসাবে নিয়োগ পেয়েছেন। লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে বেতারের অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) মুহাম্মদ শরীফুল কাদের স্বাক্ষরিত নিয়োগপত্র সম্প্রতি তিনি হাতে পেয়েছেন।
শিক্ষাগত জীবনে মাজহার মান্না জাতীয় বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। সর্বশেষ তিনি ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম পাশ করেন।
পেশাগত জীবনে মাজহার মান্না জাতীয় দৈনিক জনকণ্ঠের কিশোরগঞ্জের নিজস্ব সংবাদদাতা হিসেবে ২০১০ সালের মার্চ থেকে অদ্যাবধি দায়িত্ব পালন করছেন। এছাড়াও পেশায় তিনি একজন কর আইনজীবীও।
আপনার মন্তব্য করুন
