ঢাকাMonday , 26 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

প্রতিবেদক
-
January 26, 2026 11:05 am
Link Copied!

সিনিয়র স্টাফ রিপোর্টার সোহেল রানা: কিশোরগঞ্জ জেলা পুলিশের বার্ষিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে মাস্টার প্যারেড। রবিবার (২৫ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সমন্বয়ে এই প্যারেড অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার (এসপি) এস এম ফরহাদ হোসেন। মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার তার বক্তব্যে উপস্থিত অফিসার ও ফোর্সের শৃঙ্খলা এবং সামগ্রিক প্রস্তুতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। পেশাদারিত্বের মান উন্নয়নে দিক-নির্দেশনা প্রদানকালে তিনি বলেন, পুলিশের প্রধান ভূষণ হলো শৃঙ্খলা। প্রতিটি সদস্যকে ড্রেসরুলস যথাযথভাবে মেনে পোশাক পরিধান করতে হবে এবং নিয়মিত শারীরিক কসরত ও প্যারেডের মাধ্যমে কর্মস্পৃহা ধরে রাখতে হবে।

পুলিশ সুপার আরও উল্লেখ করেন, সুস্থ দেহ ও সুন্দর মন নিয়ে পেশাদারিত্বের সাথে জনগণের সেবায় নিয়োজিত হতে হবে। এজন্য নিয়মিত খেলাধুলা, স্বাস্থ্য সচেতনতা এবং পুলিশ লাইন্সের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

প্যারেড সমাপ্তির পর পুলিশ সুপার পুলিশ লাইন্সের বিভিন্ন সরকারি স্থাপনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য করুন