ঢাকাFriday , 15 October 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ২৫৬ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত ১

প্রতিবেদক
-
October 15, 2021 11:34 pm
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জে গত ২৪ ঘন্টায় (শুক্রবার রাত ৮টা পর্যন্ত) ২৫৬ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৯৪৮ জন

সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান শুক্রবার সাড়ে ১০ টার দিকে তথ্য জানিয়েছেন

সিভিল সার্জন আরও জানান, ১৩ ও ১৪ অক্টোবর (আংশিক) কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব হতে (প্রি আইসোলেশনে ভর্তিকৃত জরুরী রোগীসহ) ৩৭ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে ১৪ অক্টোবর বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৯০ জনের নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি। এছাড়া হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন ও কিশোরগঞ্জ মেডিল্যাব হেলথ সেন্টারে ৪ জনসহ মোট ২৯ জনের রেপিড এন্টিজেন ও জিন এক্সপার্ট টেস্টে কারও করোনা উপসর্গ পাওয়া যায়নি।

এদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩ জন এবং আইসিইউতে ভর্তি রয়েছেন ২ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২১৫ জন।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ জন। এ পর্যন্ত জেলায় মোট ১১ হাজার ৬৭২ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬১ জন। এরমধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৫০ জন, হোসেনপুরে ১ জন, তাড়াইলে ২ জন, পাকু্ন্দিয়ায় ১ জন, কটিয়াদীতে ১ জন, কুলিয়ারচরে ১ জন ও ভৈরবে ৫ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে / আইসোলেশনে রয়েছেন ৬০ জন। আর হাসপাতাল আইসোলেশনে ১ জন রোগী রয়েছেন।

গত ২৪ ঘন্টায় টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৩ হাজার ২০১ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ৭ লক্ষ ৬২ হাজার ২৩০ জন। গত ২৪ ঘন্টায় কাউকে টিকা দেওয়া হয়নি বলে জানা গেছে। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন মোট ৮২ হাজার ৯৬ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৭০ হাজার ৪৫৯ জন। গত ১৯ জুন থেকে এ পর্যন্ত সিনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন ৫ লক্ষ ৪৪ হাজার ১৪০ জন এবং মোট দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১১ হাজার ৫৪৪ জন।

আপনার মন্তব্য করুন