ঢাকাবুধবার , ১৫ সেপ্টেম্বর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে করোনা সংক্রমণ এ যাবতকালের সর্বনিম্নে

প্রতিবেদক
-
সেপ্টেম্বর ১৫, ২০২১ ২:১১ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জে করোনা সংক্রমণ এ যাবতকালের সর্বনিম্নে শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে (মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত) ২ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৮৪৩ জনে। নতুন আক্রান্তদের মধ্যে হোসেনপুর উপজেলায় ১ জন ও ভৈরব উপজেলায় ১ জন।

সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান মঙ্গলবার রাত ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে ১৩ সেপ্টেম্বর বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৪৫ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন, ও কিশোরগঞ্জ মেডিল্যাব হেলথ সেন্টারে ৯ জনসহ মোট ৩৩ জনের রেপিড এন্টিজেন ও জিন এক্সপার্ট টেস্টে ১ জনের করোনা উপসর্গ পাওয়া গেছে।

জীবাণুমুক্তকরণের কারণে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় কোন নমুনা পরীক্ষা করা হয়নি।

এদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ জন এবং আইসিইউতে ভর্তি রয়েছেন ৬ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২১৫ জন।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৪৭ জন। এ পর্যন্ত জেলায় মোট ১১ হাজার ২৮৩ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪৫ জন। এরমধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১২২ জন, হোসেনপুরে ৭ জন, করিমগঞ্জে ৫ জন, তাড়াইলে ৭ জন, পাকুন্দিয়ায় ১৪ জন, কটিয়াদীতে ৪২ জন, কুলিয়ারচরে ১৩ জন, ভৈরবে ১১১ জন, নিকলীতে ৫ জন, বাজিতপুরে ১৩ জন, মিঠামইনে ১ জন ও অষ্টগ্রামে ৫ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে / আইসোলেশনে রয়েছেন ৩৩৩ জন। আর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ১২ জন।

গত ২৪ ঘন্টায় টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৪৮ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ৫ লক্ষ ২৯ হাজার ৬০০ জন। গত ২৪ ঘন্টায় কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ২৯১ জনকে। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২৯ জনকে। একই সময়ে সাইনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৩ হাজার ৩০৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ হাজার ৭২৭ জনকে। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন মোট ৭৯ হাজার ৪২২ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৭০ হাজার ১৮৫ জন। গত ১৯ জুন থেকে এ পর্যন্ত সাইনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ১০২ জন এবং মোট দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭১৭ জন।

আপনার মন্তব্য করুন