ঢাকাSaturday , 11 June 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় পুলিশের গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত

প্রতিবেদক
-
June 11, 2022 8:38 pm
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: পুলিশের পিকআপ ভ্যানের সাথে কাঁঠালভর্তি ভ্যানের সংঘর্ষে ইমরুল ইসলাম (৩৬) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার কোষাকান্দা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে ।

নিহত ইমরুল ইসলাম চণ্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে। তিনি একজন কাঁঠাল ব্যবসায়ী বলে জানা গেছে। গাজীপুরের টুক বাজার থেকে ভ্যানে করে কাঁঠাল নিয়ে আসার পথে দুর্ঘটনাটি ঘটে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কোষাকান্দা নামক স্থানে পুলিশের পিকআপ ভ্যান ও কাঠাঁলভর্তি ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ভ্যানের চালক ইমরুল ইসলাম গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. সারোয়ার জাহান জানান, আজ শনিবার পাকুন্দিয়া পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে জেলা পুলিশের একটি পিকআপ ভ্যান পাকুন্দিয়ায় আসছিল। সুখিয়া ইউনিয়নের কোষাকান্দা নামক স্থানে পুলিশের পিকআপ ভ্যান ও কাঠাঁলভর্তি ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন কাঁঠাল ব্যবসায়ী ভ্যানচালক ইমরুল। তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইমরুল দুবাই থাকতেন বলে জানা গেছে। প্রায় দুমাস আগে বাড়িতে ফিরে কাঁঠালের ব্যবসা শুরু করেন তিনি।

আপনার মন্তব্য করুন