ঢাকাTuesday , 28 June 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ত্রাণসামগ্রি নিয়ে রক্তদান সমিতি সুনামগঞ্জে

প্রতিবেদক
-
June 28, 2022 3:36 pm
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ‘গড়ে তোল সংযোগ, রুখে দাও মহামারী, রুখে দাও দুর্যোগ’ স্লোগানে মানবিক বিপর্যয় ঠেকাতে সুনামগঞ্জের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতি।

আজ মঙ্গলবার বন্যাকবলিত সুনামগঞ্জ সদর উপজেলা, দোয়ারাবাজার, ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামে ঘুরে ঘুরে দুইশত পরিবারে ত্রাণসামগ্রি পৌঁছে দিয়েছেন সংগঠনের স্বেচ্ছসেবকরা।

ত্রাণসামগ্রির মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, লবণ, পেঁয়াজ, শুকনো মরিচ, বিস্কুট, পানি ও খাবার স্যালাইন।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন কটিয়াদী বাজার বণিক সমিতির সাবেক অর্থ সম্পাদক মোস্তফা কামাল, রক্তদান সমিতির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম, মাওলানা আল-আমিন, ব্যবসায়ী লাল মিয়া, সংগঠনের সমন্বয় পর্ষদ সদস্য মাহবুবুর রহমান, সাব্বির আহমেদ, আশরাফিজুর রহমান হৃদয়, শাহরিয়ার হোসেন রিপন, প্রণয় সাহা শান্ত, নাঈম ইসলাম, কাওসার রানা, শাহরিয়ার আপন, আহসানুর রশিদ আবির, রিসাদুল ইসলাম ইমন প্রমুখ।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম বলেন, সদস্য-শুভানুধ্যায়ী ও প্রবাসীদের সহযোগিতায় প্রথম ধাপে দুইশত পরিবারে এক সপ্তাহের খাবার পৌছে দিয়েছি। শিগগির দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জসহ বন্যাকবলিত অঞ্চলে ভূক্তভোগীদের কাছে খাদ্যসামগ্রি পৌঁছে দেওয়া হবে।

বন্যা পরিস্থিতিতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য করুন