ঢাকাWednesday , 10 August 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

স্থানীয় সমস্যা নিয়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি

প্রতিবেদক
-
August 10, 2022 3:05 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে গণশুনানি করেছে জেলা প্রশাসন।

বিট্রিশ কাউন্সিলের প্ল্যাটফর্মস ফর ডায়ালগ (p4d) প্রকল্পের অধীন ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সহযোগিতায় আজ বুধবার কিশোরগঞ্জ কালেক্টরেট সম্মেলন কক্ষে গণশুনানি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল ইসলাম সরকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুস সাত্তার ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক।

গণশুনানিতে নদী দখল, যানজট, দূরপাল্লার বাসে যাত্রী হয়রানি, পাসপোর্ট অফিসে হয়রানি, বিভিন্ন সরকারি অফিসে সেবা গ্রহিতাদের সাথে কর্মকর্তাদের অসদাচরণসহ নানাবিধ প্রশ্ন উত্থাপন করা হয়। এ সকল প্রশ্নের জবাব দেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোস্তফা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুস সাত্তার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক, জেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান খান, কিশোরগঞ্জ বিআরটিএ এর সহকারী পরিচালক বখতিয়ার উদ্দিন প্রমুখ। শুনানিতে সমস্যাগুলোর দ্রুত সমাধান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

গণশুনানিতে বৃটিশ কাউন্সিলের পিফরডি এর সিলেট অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো. আলমগীর মিয়া, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের ফেসিলেটর নূরে আলম উপস্থিত ছিলেন।

গণশুনানিতে আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সম্পাদক মীর আশরাফ উদ্দিন।

আপনার মন্তব্য করুন