ঢাকাMonday , 15 August 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ইটনায় বিদ্যুৎস্পৃষ্টে নিহতদের পরিবারের পাশে রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি

প্রতিবেদক
-
August 15, 2022 4:26 pm
Link Copied!

ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ইটনায় জাতীয় পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত দুই ভাইয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

ঘটনার খবর পেয়ে সোমবার দুপুরে তিনি ছুটে যান নগরহাটি গ্রামে নিহতদের বাড়িতে। তিনি তাদের পরিবারের সদস্যদের শান্ত্বনা দেন এবং এ মর্মান্তিক ঘটনার জন্য শোক ও দুঃখ প্রকাশ করেন। সংসদ সদস্য এ সময় পরিবারটিকে সব ধরণের সহায়তার আশ্বাস দেন।

এ সময় ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ চৌধুরী কামরুল হাসান, সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর খসরু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তার উপস্থিত ছিলেনপ্রাথমিকভাবে উপজেলা পরিষদের পক্ষ থেকে পরিবারটিকে নগদ ৪০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।

উল্লেখ্য, আজ সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে নিজেদের দোকানে জাতীয় পতাকা টানাতে যান ইটনা উপজেলা সদরের নগরহাটি গ্রামের মৃত নেপাল কর্মকারের ছেলে হৃদয় কর্মকার (২৫) ও বিজয় কর্মকার (১৭)। এ সময় স্টিলের পাইপের সঙ্গে বিদ্যুতের তারের সংযোগ হওয়ায় প্রথমে বিজয় কর্মকার আক্রান্ত হন। তাকে বাঁচাতে গিয়ে বড় ভাই হৃদয় কর্মকারও বিদ্যুতায়িত হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আপনার মন্তব্য করুন