ঢাকাThursday , 24 November 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন বাতিলের দাবিতে একাংশের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
-
November 24, 2022 1:52 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির একাংশের নেতারা। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, সম্প্রতি কিশোরগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কয়েকজন সদস্য ও জাতীয় পরিষদের সদস্যদের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত নেতারা বিশেষ মহলের সাথে আঁতাত করে অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে গঠনতন্ত্র বহির্ভূতপন্থায় পকেট কমিটি গঠনের লক্ষ্যে বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা কমিটি গঠন বা সম্মেলনের নামে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করছেন বলে অভিযোগ করা হয়। এক্ষেত্রে জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি), সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদকসহ অন্যান্য নেতাদের সাথে সমন্বয় করছেননা। এরই ধারাবাহিকতায় আগামী ২৬ নভেম্বর হোসেনপুর উপজেলা শাখার সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে ২৬ নভেম্বর হোসেনপুরের সম্মেলন বাতিল করার দাবি জানানো হয়। তারা আরও বলেন, সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরও বিশেষ মহলের ইশারায় তারা স্বেচ্ছাচারিতা অবলম্বন করে যাচ্ছেন। যা এখনই প্রতিহত করা না হলে দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা তৈরি হবে। তারা এ সকল অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান।

অন্যথায় আগামী ২৭ নভেম্বর দলীয় সভানেত্রীর কার্যালয়ের সামনে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলন শেষে মুখে কালো কাপড় বেঁধে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাহজাহান। এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের  সহ-সভাপতি খায়রুল বাশার বকুল, তাসনীম সামজাদী বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার রনি, প্রচার সম্পাদক মোশাররফ হোসেন নিলয়, হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী হাকিম তানিম প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য করুন