মিঠামইন (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের মিঠামইনে ৫০০ পিস ইয়াবাসহ রাসেল মিয়া (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বেলা পৌনে ১১ টার দিকে অভিযানটি চালায় মিঠামইন থানা পুলিশের একটি দল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে মিঠামইন উপজেলার রাণীগঞ্জ গ্রামের কাঁচা রাস্তায় অভিযান চালায় পুলিশের দলটি। এ সময় ৫০০ পিস ইয়াবা ও একটি বাটন মোবাইল ফোনসেটসহ রাসেল মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতার রাসেল মিয়া হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কুমড়ি গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মিঠামইন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য করুন