নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ শহরের বিভিন্ন পুকুর-জলাশয় ভরাট করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মহিলা পরিষদ।
মঙ্গলবার বিকালে শহরের রথখলা এলাকায় মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার পরিবেশ উপ-পরিষদ ও রথখলা শাখা কমিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এতে সভাপতিত্ব করেন রথখলা শাখা কমিটির সভাপতি মনোয়ারা বেগম জলি। স্বাগথ বক্তব্য রাখেন মহিলা পরিষদ জেলা শাখার পরিবেশ বিষয়ক সম্পাদক বনশ্রী সরকার। আরও বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহানারা ইসলাম, ভারপ্রাপ্ত সাংস্কৃতিক সম্পাদক মনিকা দাস, সদস্য এডভোকেট শংকরী সাহা, বত্রিশ কমিটির সাধারণ সম্পাদক বন্দনা দত্ত, মঠবাড়ি কমিটির সাধারণ সম্পাদক হ্যাপী বণিক, বত্রিশ কমিটির সভাপতি অঞ্জলি দেবনাথ, রথখলা কমিটির সাংগঠনিক সম্পাদক গীতা দেবনাথ প্রমুখ।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন রথখলা কমিটির সাধারণ সম্পাদক সীমা দেবনাথ।
বক্তাগণ পুকুর-জলাশয় ভরাটকারীদেরকে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তির দাবি জানান।