করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: বন্ধুর বিয়েতে এসে হাওরের পানিতে গোসলে নেমে ডুবে মারা গেছেন দুজন। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, করিমগঞ্জের গুণধর ইউনিয়নের কদিম মাইজহাটি গ্রামের মানিক মিয়ার বাড়িতে মানিকের ভাগ্নে তৌকিরের বিয়েতে ঢাকা থেকে বেড়াতে আসেন পাঁচ বন্ধু। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে ফুটবল খেলেন তারা। পরে গোসল করতে হাওরের পানিতে নামেন। এ সময় সাঁতার না জানা তিনজন পানিতে তলিয়ে যান। অন্যদের ডাক চিৎকারে স্থানীয়রা গিয়ে তাদেরকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। তারা হলেন পটুয়াখালীর রিবন (২০) ও নোয়াখালী জেলার মাইজদি এলাকার শরফ উদ্দিন (২১)। তৌকির নামে একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাওরে গোসল করতে নেমে দুজনের মৃত্যু হয়েছে এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা কেউই সাঁতার জানতেননা বলে জানান তিনি। বন্ধুর বিয়েতে তারা ঢাকা থেকে এসেছিলেন বলেও জানান ওসি।