ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ইটনা হাওরে নিখোঁজের প্রায় ৩৮ ঘন্টা পর কার্গোজাহাজের শ্রমিক মুসলিম উদ্দিনের (৫০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
আজ বুধবার সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে কাটিনো নামক জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মুসলিম উদ্দিন সুনামগঞ্জ উপজেলার জামালগঞ্জ উপজেলার ত্রিপুরা গ্রামের মন্নান মিয়ার ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টার দিকে ইটনা উপজেলার তৌফিক পল্লীর সামনে হাজারিকান্দা হাওরে পাথরবোঝাই একটি কার্গোজাহাজ আটকে যায়। এ সময় জাহাজটির শ্রমিক মুসলিম হাওরে নেমে জাহাজটি ছাড়িয়ে উপরে উঠার সময় তলিয়ে যান। মঙ্গলবার সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, ঘটনার খবর পেয়ে ডুবুরি লিডার আমিনুর রহমান এর নেতৃত্বে তিন সদস্যের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে মঙ্গলবার সকাল ৮টা থেকে উদ্ধারকাজ শুরু করেন। অন্য দুই ডুবুরি হলেন কবীর হোসেন ও বিদ্যাসাগর। তিনি আরও জানান, প্রচণ্ড স্রোতে উদ্ধারকাজে বিঘ্ন ঘটে। এরপরও ডুবুরিদল চেষ্টা অব্যাহত রাখেন।
বুধবার সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে কাটিনো নামক জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।