নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক শোভাযাত্রা বের করা হয়। জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রত্যেকে কালোব্যাজ ধারণ ও কালো পতাকা হাতে শোক শোভাযাত্রায় অংশ নেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম. এ আফজল ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এর আগে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।