করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় আগুন লেগে পুড়ে গেছে। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ৮টার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের বাগানবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।
জানা গেছে, সকালে কিশোরগঞ্জ শহর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি করিমগঞ্জের বালিখলা ঘাটের দিকে যাচ্ছিল। করিমগঞ্জ উপজেলার বাগানবাড়ি এলাকায় হঠাৎ অটোরিকশাটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
করিমগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আরিফুল হক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর অটোরিকশার দুজন যাত্রী ও চালক নেমে যায়। ফলে তাদের কেউ আহত হননি। গ্যাস সিলিন্ডার ফুটো হয়ে আগুন লাগে বলে জানান তিনি।
আপনার মন্তব্য করুন