নিউজ একুশে ডেস্ক: র্যাব–১৪ কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্পের সদস্যরা ২৮১ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর পশ্চিমপাড়া টু সোনারামপুর পাকা সড়কে অভিযানটি চালায়।
র্যাব সূত্র জানায়, একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ২৮১ বোতল ফেনসিডিলসহ সফিকুল ইসলাম (৩২) নামে একজনকে গ্রেফতার করে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বক্তারমোড়া গ্রামের মৃত আব্দুল গফুর ভূইয়ার ছেলে।
র্যাবের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী গ্রেফতার সফিকুলকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী আশুগঞ্জ থানায় একটি মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আপনার মন্তব্য করুন