নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই পা হারানো অটোরিকশাচালক আখতার মিয়া (৪২) অবশেষে মারা গেলেন। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসাপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়।
তিনি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের সাভিয়ানগর গ্রামের মৃত উমেদ আলীর ছেলে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন একই সঙ্গে আহত অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
নিহত আখতার হোসেন স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। রবিবার (১০ সেপ্টেম্বর) ভোরে তার মরদেহ নিজ বাড়িতে আনা হয়। বেলা ১১টায় অষ্টগ্রামের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
আখতার হোসেন অষ্টগ্রামের দেওঘর ইউনিয়ন শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। জীবিকার তাগিদে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন তিনি।
গত ২৪ আগস্ট বেলা সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের সদর উপজেলার বিন্নাটি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সিএনজিচালিত অটোরিকশাটিকে পিছন দিকে থেকে একটি ট্রাক ধাক্কা দিলে অটোরিকশার চালক আখতার হোসেন, অটোরিকশার যাত্রী অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু ও অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল মিয়া আহত হন। এরমধ্যে গুরুতর আহত সৈয়দ ফাইয়াজ হাসান বাবু ও অটোচালক আখতার হোসেনকে ঢাকায় নেওয়া হয়।
রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অটোচালক আখতার হোসেনের দুটি পা কেটে ফেলতে হয়। এরপরও বাঁচানো যায়নি তাকে। অপরদিকে গুরুতর আহত সৈয়দ ফাইয়াজ হাসান বাবু ২৪ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর ধানমন্ডি ল্যাব এইড ও ২ সেপ্টেম্বর থেকে বারডেমে চিকিৎসাধীন রয়েছেন।
আখতার হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, যুবদল কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সহ সম্পাদক এডভোকেট মাহবুব আলম আক্তার, অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন ও সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার শহিদ, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন, অষ্টগ্রাম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলীম রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জি. এম মোশাররফ উদ্দিন হালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মোস্তাক আহমেদ।
তারা আখতার হোসেনের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।