নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ছেলে ও মেয়ের জামাইয়ের মারপিটে আব্দুল আউয়াল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১০ সেপ্টেম্বর) বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকায় নিজ বাড়িতে মারপিটে গুরুতর আহত হন আউয়াল। তিনি নগুয়া বটতলা এলাকার আবু সাঈদের ছেলে। পেশায় তিনি সিএনজিচালিত অটোরিকশা চালক।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (৯ সেপ্টেম্বর) বিকালে আব্দুল আউয়ালের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রীর ঝগড়া হয়। এতে ছেলে রাসেল (২২) ও মেয়ের জামাই তামিম (২৫) ক্ষিপ্ত হয়। পরে রাসেল ও তামিম মিলে আব্দুল আউয়ালের ওপর চড়াও হয়ে বেধম মারপিট করে। এতে আব্দুল আউয়াল গুরুতর আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১০ সেপ্টেম্বর) বিকালে আব্দুল আউয়ালের মৃত্যু হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মাদ দাউদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।