বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র অতীতে ছিল, এখনও আছে। দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করেই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কের দিকে এগিয়ে যাচ্ছে। কোনো ষড়যন্ত্রই আমাদের অগ্রযাত্রা প্রতিহত করতে পারবেনা ইনশাল্লাহ।
তিনি মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়ায় আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিএনপি-জামায়াত জোটের সহিংসতা ও নৈরাজ্য এবং দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে হিলচিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন স্থানীয় একটি বয়লার মাঠে জনসভার আয়োজন করে।
আফজাল হোসেন এমপি আরও বলেন, করোনা মহামারীসহ বিভিন্ন মহলের ষড়যন্ত্রের মধ্যেও বাংলাদেশকে কারো কাছে হাত পাততে হয়নি। বরং নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে বিশ্ব নেতৃত্বের প্রশংসাও কুড়িয়েছেন তিনি।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আফজাল হোসেন এমপি।
হিলচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রকিবুল হাসান শিবলী, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ঝন্টু কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল কবির খাঁন কাসেদ, হিলচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম, উপজেলা যুবলীগের সভাপতি মো. কবির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাহাবুব আল হাসান প্রমুখ।
সভা সঞ্চালনা করেন হিলচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির। সভায় হিলচিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।