কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দার এম. রাজ্জাক মারুয়া (৭৩) আর নেই। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে বাজিতপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাবার সময় স্ট্রোকে আক্রান্ত হন তিনি। পরে তাকে বাজিতপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি স্ত্রী, তিন ছেলে, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় কটিয়াদী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা এবং দুপুর আড়াইটায় লোহাজুরি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে লোহাজুরি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, হায়দার এম. রাজ্জাক মারুয়া লোহাজুরি ইউনিয়ন পরিষদে এবার নিয়ে ছয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।