নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংক সিবিএ নির্বাচন (কর্মচারী সংসদ ২২১৫) পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে গুরুদয়াল সরকারি কলেজের মুক্তমঞ্চে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদের জেলা সভাপতি শফি উদ্দিন সাগরের সভাপতিত্বে এক সভায় এ কমিটি গঠন করা হয়।
এ সময় পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানসহ সকল উপজেলা প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় জেলা পর্যায়ে পল্লী সঞ্চয় ব্যাংক সিবিএ নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে বাবুল মিয়া, কার্যকরী সভাপতি হিসেবে খায়রুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে লিমন মিয়াকে মনোনীত করা হয়।
উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর পল্লী সঞ্চয় ব্যাংক সিবিএ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদ গোলাপ ফুল প্রতীক, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী পরিষদ ছাতা প্রতীক, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী ইউনিয়ন দোয়াত-কলম প্রতীকে তিনটি প্যানেল অংশগ্রহণ করবে।