নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার শোলমারা এলাকায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে যে মিনি স্টেডিয়াম তৈরী হচ্ছে, এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের খেলোয়াড়রা খেলাধুলায় যেমন সুযোগ পাবে, তেমনি নতুন নতুন খেলোয়াড় তৈরি হবে।
ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে কিশোরগঞ্জ–১ (সদর–হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ,পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কিশোরগঞ্জ জেলায় মোট পাঁচটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এর মধ্যে কিশোরগঞ্জ সদর, হোসেনপুর, পাকুন্দিয়া, ইটনা ও অষ্টগ্রাম উপজেলা।