ঢাকাসোমবার , ১৮ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে নিখোঁজের একদিন পর মেঘনা নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
-
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজের একদিন পর মেঘনা নদী থেকে মাহফুজ মিয়া (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকালে পৌর শহরের মেঘনা নদীর পুরাতন ফেরীঘাট জেটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মাহফুজ পৌর শহরের পুলতাকান্দা এলাকার মৃত হিরণ মিয়ার ছেলে। তার মা পিঠা বিক্রি করে তাদের দুই ভাই ও এক বোনকে লালন পালন করে বড় করেন। অভাবের সংসারে মাকে সহযোগিতা করতে ছোট বয়সেই কাজে লেগে যায় মাহফুজ। সে স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করতো।

স্থানীয়রা জানায়, রবিবার সাপ্তাহিক ছুটি থাকায় দুপুরের দিকে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে মেঘনা নদীতে গোসল করতে যায় মাহফুজ। পুলতাকান্দা মৎস্য আড়ৎ ঘাটে নোঙর করা বালুর জাহাজ থেকে লাফ দিয়ে নিখোঁজ হয় সে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাসহ ভৈরব ফায়ার সার্ভিসের একটি দল রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। সোমবার আবারও তার সন্ধানে উদ্ধার অভিযান শুরু করলে বিকালে পুরাতন ফেরীঘাটের কাছে পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ভৈরব ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদ জানান, রবিবার দুপুর থেকেই নিখোঁজ কিশোরের সন্ধানে আমরা কাজ করেছি। কিন্তু ওইদিন সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করতে পারিনি। আজ আবারো দ্বিতীয় দফায় উদ্ধারের জন্য কাজ শুরু করি এবং বিকাল পৌনে ৪টার দিকে পুরাতন ফেরীঘাটে এলাকার জেটির পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আপনার মন্তব্য করুন