ঢাকাTuesday , 19 September 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে চাল আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৮জনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

প্রতিবেদক
-
September 19, 2023 5:21 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ভিজিএফ এর চাল আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউপি চেয়ারম্যান ও সচিবসহ ৮জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কিশোরগঞ্জ জেলা কার্যালয়।

মামলার তদন্ত কর্মকর্তা দুদক কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মাহাথীর মুহাম্মদ সামী সোমবার কিশোরগঞ্জের সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযুক্তরা হলেন চান্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাফুজুর রহমান, প্রাক্তন ইউপি সচিব মসিউল আলম, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শফিউল আলম ভঞা, ৮নং ওয়ার্ডের মেম্বার মজিবুর রহমান, চান্দপুর এলাকার বিদ্যুত মিয়া, বড়পাড়া গ্রামের আব্দুর রহমান, মদিনাছপাড়া গ্রামের মো. সজিব ও একই গ্রামের শরীফ মিয়া।

দুদক কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মাহাথীর মুহাম্মদ সামী মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চান্দপুর ইউপি চেয়ারম্যানের নামে বরাদ্দকৃত ৪৭ বস্তা (২৩৫০ কেজি) ভিজিএফ এর চাল পরস্পর যোগসাজশে আত্মসাত করায় দুদক কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম গত বছরের ২৪ জুলাই মামলাটি দায়ের করেন। তদন্তকালে চাল আত্মসাতের সঙ্গে উল্লিখিত ৮জনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলেও জানান তিনি।

কিশোরগঞ্জে দুদকের দায়ের করা এটিই প্রথম মামলার (মামলা নং-০১) অভিযোগপত্র বলে জানান দুদকের এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত বছরের ৮ জুলাই ভোর ৪টার দিকে পার্শ্ববর্তী মুমুরদিয়া ইউনিয়নের পশ্চিম চাতলডাঙ্গী সেতুর পাশ থেকে ট্রাক্টর লরি ভর্তি ৪৭ বস্তা চাল ও ১২টি খালি বস্তাসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়।

আপনার মন্তব্য করুন