নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার নিবাসী ভাষা সৈনিক ডা. এ এ মাজহারুল হক (৯৮) আর নেই। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট আবাসিক এলাকার নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দুই ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।
শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর কাফরুল জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে ইব্রাহীমপুর কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
আপনার মন্তব্য করুন