নিজস্ব প্রতিবেদক: “জনগণই নেতা, আমি খাদেম” এ স্লোগানকে সামনে রেখে মাঠ পর্যায়ে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে জনতার সঙ্গে মত বিনিময় সভা করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি ওয়ালীউল্লাহ রাব্বানী।
কিশোরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের গাইটাল শিক্ষকপল্লী এলাকায় শুক্রবার (২২ সেপ্টেম্বর) জুমার নামাজের পর সভাটি অনুষ্ঠিত হয়।
হাজী মো. গুনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুল আলিম, এডভোকেট নজরুল ইসলাম, রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন শিহাব, মাওলানা কামরুল ইসলাম, আলী আজগর ভূঁইয়া কনক, ফয়েজ চৌধুরী, মো. শাহজাহান, সমাজ সেবক মো. আব্দুল কুদ্দুস, হাজী মো. সুরুজ মিয়া, মো. উম্মুল কিতাব, এডভোকেট শেখ সুজন, সাদেক মিয়া প্রমুখ।
সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক আরাফাত রহমান, ভাষা শহীদ, মহান মুক্তিযুদ্ধে শহীদসহ দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গকারীদের আত্মার মাগফিরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জনগণের কল্যাণের জন্য দোয়া করা হয়।
উল্লেখ্য, এর আগে সদর উপজেলার ১ নং রশিদাবাদ ও ২ নং লতিবাবাদ ইউনিয়নে ভিপি ওয়ালীউল্লাহ রাব্বানীর উদ্যোগে মত বিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।