ঢাকাMonday , 25 September 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জের নরসুন্দা নদী রক্ষায় মানববন্ধন

প্রতিবেদক
-
September 25, 2023 11:38 am
Link Copied!

“নদী হলো জীবন্ত সত্তা। জীবন্ত সত্তাকে যারা দূষিত করে তারা অপরাধী-” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের নরসুন্দা নদী রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখা ও কিশোরগঞ্জ পরিবেশ রক্ষা মঞ্চের (পরম) উদ্যোগে সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে ঘন্টাব্যাপী শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

পরমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শরীফ সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শহিদুল ইসলাম রুবেল, টিআইবির আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুল আলম, পরমের সদস্য আব্দুল খালেক, তানভীর আহমেদ, মো. জুবায়ের, নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ শাখার সদস্য জাহাঙ্গীর আলম, শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, শিল্পী আবুল কালাম, স্কুলছাত্রী নওশিন জাহান মাহিরা প্রমুখ।

বক্তারা সিএস রেকর্ড অনুযায়ী নরসুন্দা নদীর সীমানা চিহ্নিত করা, নদীর প্রবাহ ফিরিয়ে আনা এবং নদীকে দখল ও দূষণমুক্ত করার দাবি জানান।

মানববন্ধন সঞ্চালনা করেন বাপা কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম জুয়েল।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, পরিবেশ আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

আপনার মন্তব্য করুন