বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও কার্যনির্বাহী পরিষদের বর্ধিত সভায় তৃণমূলকে আরও শক্তিশালী করার তাগিদ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফজাল হোসেন।
সভাপতির বক্তব্যে আফজাল হোসেন এমপি বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তার হাতকে আরও শক্তিশালী করতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে নিরলসভাবে কাজ করতে হবে।
সভায় বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনসম্মুখে তুলে ধরা ও গণসংযোগ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপদেষ্টা ও কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।